হিলিতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দিনাজপুরের হিলি থেকে হিরোইন ও ইয়াবাসহ এক দম্পতি এবং ছয় ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলির দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় অভিযান চালানো হয়, এ সময় গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের তোষকের নিচ থেকে ৪৫ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গোলাম মোস্তাফা ও তার স্ত্রী খাতিদা বেগমকে আটক করা হয়। আটকের পর তাদের মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে হিলি হাকিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন হিলির কাকড়া পালি গ্রামের মৃত মোসারফ হোসেনের ছেলে মোবারক হোসেন (৬৫), রিকাবীর এন্তাজ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৯), চেংগ্রামের আজিবরের ছেলে শাহিনুর ইসলাম (৪২), মহিলা কলেজপাড়ার মৃত হামিদের ছেলে ইহসান আলী (৪১), শ্রী নারায়ণ মহন্তর ছেলে কনক কুমার মহন্তর (২৫), দক্ষিণ বাসুদেবপুরের নিয়াজ উদ্দিনের ছেলে হানিফ (২২)। তাদের গ্রেপ্তারের পর দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :