দুদকের মামলায় কবি শাহাবুদ্দিন নাগরী কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কবি এবং সাবেক কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দিন নাগরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিব উল্লাহ হিরু জামিন আবেদনের শুনানি করেন।

অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটিতে গত ২৮ আগস্ট তারিখ ধার্য ছিল। ওই দিন শাহাবুদ্দিন নাগরী আদালতে হাজির হলেও জামিন শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সে অনুযায়ী রবিবার শুনানি অনুষ্ঠিত হয়।

মামলায় অভিযোগ, শাহাবুদ্দিন নাগরী এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :