গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে তুলে টাকা দাবি, গ্রেপ্তার ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১
অ- অ+
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইলে তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ চান্দুলিয়া ও কোটবহুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিন যুবক হলো উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের বরকত, একই গ্রামের সোলাইমান এবং কোট বহুরিয়া গ্রামের আব্দুল আলীম।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন যুবক বেশ কিছুদিন আগে ওই গৃহবধূর নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করত। একদিন ওই গৃহবধূ বাথরুমে গোসল করতে গেলে তিন যুবক গোপনে মোবাইলে গোসলের দৃশ্য ধারন করে। পরে ফোন করে বিষয়টি জানিয়ে কয়েকটি স্টিল ছবি ওিই গৃহবধূর মোবাইলে পাঠায় এবং মোটা অংকের টাকা দাবি করে।

এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূ মির্জাপুর থানায় অভিযোগ দিলে সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা