মুক্তিযুদ্ধের গল্পে অপর্ণার ‘অন্ত্যেষ্টিক্রিয়া’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৯
অ- অ+

ফাখরুল আরেফীন খানের ‘ভূবন মাঝি’র পর আবারও মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে অভিনয় করতে চলেছেন নাট্য ও চলচ্চিত্র তারকা অপর্ণা ঘোষ। অভিনেত্রীর এবারের ছবিটির নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। সরকারি অনুদানে এ ছবি নির্মাণ করছেন মোবারক রুমি।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির গল্প এগিয়ে যাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে। এ ছবিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়কে। অক্টোবর থেকে শুরু হবে শুটিং।

অপর্ণা বর্তমানে ব্যস্ত ফাখরুল আরেফীন খানের ‘গ-ি’ ছবির শুটিং নিয়ে। এর প্রধান দুটি চরিত্রে আছেন সুর্বণা মুস্তাফা ও কলকাতার ‘ফেলুদা’ খ্যাত তারকা সব্যসাচী চক্রবর্তী। অপর্ণার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আরও আছেন মাজনুন মিজান ও আমান রেজা।

অপর্ণার চলচ্চিত্রে অভিষেক ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির মাধ্যমে। এরপর ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ ও ‘ভূবন মাঝি’ ছবিগুলোতে তাকে দেখা যায়। এর মধ্যে ‘মৃত্তিকা মায়া’র জন্য তিনি ২০১৩ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জেতেন।

ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা