কারবালায় বাসে বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৫| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৪
অ- অ+

ইরাকের কারবালায় যাত্রীবোঝাই এক মিনিবাসে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত, আহত হয়েছেন ৫ জন। আহতদের অবস্থা আশক্সক্ষাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধির আশক্সক্ষা করা হচ্ছে।

শুক্রবার রাতে কারবালার বালা শহরের প্রবেশমুখের চেকপয়েন্টের কাছে তীব্র মাত্রার বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরাকি জয়েন্ট অপারেশন কম্যান্ডের মিডিয়া হাউসের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

২০১৭ সালে ইরাকের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পরাজয় ঘোষণার পরে মিনিবাস বিস্ফোরণের ঘটনাকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সবচেয়ে বড় হামলার ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।

ইরাকের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, মিনিবাসে বিস্ফোরণ ও আগুনের কারণে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় তদন্তকারী কর্মকর্তারা আশক্সক্ষা করছেন, মিনিবাসটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল। তবে এখনও পর্যন্ত কোন সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে রেখেছে।

ইরাকের রাজধানী বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণপশ্চিমে কারবালা অবস্থিত। মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হুসাইন ইবনে আলির মৃত্যুর কারণে সবচেয়ে বেশি পরিচিত। মক্কা, মদিনা ও জেরুজালেমের পর শিয়ারা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা