পথচারীকে চাপা দিয়ে উল্টে গেল বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫২
অ- অ+

ঢাকার ধামরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে জাহাঙ্গীর আলম নামে একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন যানটির অন্তত ৩০ যাত্রী। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের বাড়ি মানিকগঞ্জ সদর থানায়। তিনি ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর ফ্যান তৈরির একটি কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার পর মহাসড়কের পাশ দিয়ে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। ছয়টার দিকে যশোরের পাইকগাছা থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি বাস ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জাহাঙ্গীরকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। আহত হন বাসের ৩০ যাত্রী। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা