শিক্ষার্থীদের উদ্যোগে পোশাক পেল ৫৬ দরিদ্র পরিবার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩
অ- অ+

‘আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসই পারে মহৎ কিছু গড়ে তুলতে’ এ স্লোগানে ঝালকাঠিতে ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে পোশাক বিতরণ করেছে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে স্থানীয় ‘মা ও শিশুবান্ধব সংস্থার’ সহযোগিতায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর খান ৫৬টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন।

এসময় আরো ছিলেন- কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান, সাংবাদিক এসএম রেজাউল করিম, আল-আমিন তালুকদার, মা ও শিশুবান্ধব সংস্থার প্রতিনিধি সৈয়দ আলী আহসান প্রমুখ।

আয়োজকরা জানান, কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীরা হতদরিদ্রদের সহায়তার জন্য উদ্যোগী হয়ে গত এক মাস ধরে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বাড়তি পোশাক থেকে জামা, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি ও শিশুদের পোশাক সংগ্রহ করে। স্থানীয় মা ও শিশুবান্ধব সংস্থা ও কলেজের সহকারী অধ্যাপক শামীম আহসানের সহায়তায় সংগৃহিত পোশাকগুলো দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা