বিসিকের কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৪০

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক কর্মশালা গত মঙ্গলবার বিসিক বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসির সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (প্রযুক্তি) ড. আব্দুস ছালাম, পরিচালক (নকশা ও বিপনন) মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) খলিলুর রহমান, পরিচালক (প্রকল্প) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী এবং বিসিক সচিব মোস্তাক আহমেদ, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাসিব সভাপতি, বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ।

কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকেরা বিসিকের কর্মপরিকল্পনাকে তিনটি ধাপে (স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি) পরিকল্পনা করার পরামর্শ প্রদান করেন। আগামী ১০ বছরে বিসিক সারা বাণিজ্যকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ২০ হাজার একর জমিতে ৫০টি শিল্প পার্ক স্থাপন করবে। পাশাপাশি বিদ্যমান বিসিক শিল্পনগরীগুলো সম্প্রসারণ করে যুগোপযোগী শিল্প স্থাপনের উদ্যোগ নিবে বিসিক।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :