নোয়াখালীতে সাত মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম টিনা পাল এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিশাপাড়া ইউনিয়নের দিঘিরগাঁও গ্রামের বেলাল হোসেন, নয়ারাজা রামপুর গ্রামের অহিদ উল্যাহ, বাহারি নগর গ্রামের মামুন, একই গ্রামের হুমায়ন কবির, দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগর গ্রামের ফয়সল, একই গ্রামের সাজু ও আসাদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ভোর থেকে উপজেলার বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে দুইজন ইয়াবা ও পাঁচজন গাঁজাসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :