লালমোহন পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর জয়

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ২২:৪৭
অ- অ+

ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন নৌকা প্রতীকে ১১ হাজার ৩৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজিজ শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ইভিএম ত্রুটির কারণে ১২টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করতে বিলম্বিত হয়। রাত ৮টার দিকে ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়াও পৌরসভার ১নং ওয়ার্ডে এককভাবে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেন মেহের, ২নং ওয়ার্ডে হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে অহিদুর রহমান দিদার মাস্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ইমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে মাসুদ পাটওয়ারী, ৭নং ওয়ার্ডে নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবির, ওয়ার্ড হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।

সংরক্ষিত নারী আসনে ১,২,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম ও ৪, ৫, ৬নং ওয়ার্ডে লুৎফা বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা