অবশেষে পরিবর্তন হলো সুপার ওভারের নিয়ম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১১:০৫| আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৭
অ- অ+

সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ম্যাচ না হেরেও রানার্সআপ হতে হয়েছে নিউজিল্যান্ডকে। সুপার ওভারের বিতর্কিত নিয়মের কারণেই কপাল পুড়েছিল কিউইদের।

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে গড়ায়। এরপর সুপার ওভারও টাই হলে বেশি বাউন্ডারি হাঁকানোর কারণে শিরোপা জিতে ইংল্যান্ড। শিরোপা নির্ধারণে এমন অদ্ভুত পদ্ধতি ব্যবহার করায় আইসিসিকে ক্রমাগত সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে সোমবার (১৪ অক্টোবর) বোর্ড সভায় এ নিয়মের পরিবর্তন আনল আইসিসি।

এখন থেকে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে একাধিক সুপার ওভার গড়ানোর নিয়ম করেছে আইসিসি। সে অনুযায়ী, টাই হওয়া ম্যাচে একটি সুপার ওভারে জয়-পরাজয় নির্ধারণ না হলে ফলাফল নির্ধারণের আগ পর্যন্ত আরও এক বা একাধিক সুপার ওভারের আয়োজন করা হবে।

আইসিসি এ নিয়ম শুধু নিজেদের টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল তথা নকআউট ম্যাচের জন্য করেছে। ফলে এরপর থেকে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ আইসিসির যেকোনো টুর্নামেন্টে সুপার ওভারও টাই হলে মাঠে গড়াবে একাধিক সুপার ওভার। নতুন নিয়মের ফলে বাউন্ডারির সংখ্যা দিয়ে বিজয়ী নির্ধারণ করার নিয়মটি কার্যত বিলুপ্ত হলো।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা