পাথরভর্তি ট্রাকে ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:২৭
অ- অ+

অভিনব পদ্ধতিতে দিনাজপুরের হিলি থেকে পাথরভর্তি ট্রাকে আনা হচ্ছিল ফেনসিডিল। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ভোরে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- বোরহান আলী, শফিকুল ইসলাম কালু ও আসাদুজ্জামান।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল মাদক কারবারিরা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দিনাজপুরের হিলি থেকে ঢাকায় প্রবেশ করছে। এমন খবরে র‌্যাবের একটি আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে দারুস সালাম এলাকার নিউ ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এসময় পাথরভর্তি একটি ট্রাক থেকে ২১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের ব্যবহৃত ট্রাক, নগদ সাড়ে তিন হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারিরা দিনাজপুরের হিলি থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর দারুস সালাম এবং গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করত।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা