যশোরে মুক্তেশ্বরী নদী থেকে অবৈধ পাটা উচ্ছেদ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৩৯
অ- অ+

যশোরে মুক্তেশ্বরী নদী থেকে অবৈধ পাটা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসানের উপস্থিতিতে বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ব্রিজ থেকে শ্মশানপাড়া পর্যন্ত অংশে পাঁচটি পাটা উচ্ছেদ করা হয়।

যশোর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তরুণ হুসাইন বলেন, ‘যশোর সদর উপজেলার মুক্তেশ্বরী নদীতে আরবপুর ইউনিয়ন-সংলগ্ন ব্রিজ থেকে মণ্ডলগাতি, বালিয়া ভেকুটিয়া ও শ্মশানঘাট পর্যন্ত অংশে অবৈধ দখলদাররা মোট পাঁচটি পাটা দিয়ে মাছ চাষ করে আসছিল। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধের পাশাপাশি এলাকাবাসীরও ক্ষতি হচ্ছিল। আজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী অবমুক্ত করা হয়েছে।’

অভিযানকালে নির্বাহী হাকিম ও যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান বলেন, ‘অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান আমার উপস্থিতিতে হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রয়োজন হয়নি। এলাকাবাসী এই অভিযানে সহযোগিতা করেছেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা