টাঙ্গাইলে চার ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৫

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ সদর উপজেলার আউলটিয়া গ্রামের দুইখা রাজবংশী, নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের মরন দাস সুমন, ময়মনসিংহের নরকোনা গ্রামের মোহাম্মদ আলী এবং গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান। এসময় তাদের কাছ থেকে একটি মিনি ট্রাক, দুটি ছোরা, দুটি পাইপ, একটি লোহার রড, দুটি কাটার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদে পুলিশের ডিউটি টিম জানতে পারে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় বিদ্যুৎ অফিসের সামনে বেশ কয়েকজন ডাকাত দল একটি মিনি ট্রাকসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা গাইবান্ধা এবং ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :