প্রেমিকের হাত ধরে শপিংয়ে মেহজাবিন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৩৮| আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৯:৪০
অ- অ+

বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে জনপ্রিয় নাট্য তারকা মেহজাবিন চৌধুরীর প্রেমের সম্পর্ক রয়েছে। মিডিয়া পাড়ায় এমন গুঞ্জন বহুদিন থেকে। আবার এমন গুঞ্জনও রটেছিল যে, তাদের বিয়েও হয়ে গেছে। কিন্তু সবকিছুকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মেহজাবিন। রাজীবকে তিনি বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন।

কিন্তু কথা বলে, যা রটে তার কিছু হলেও ঘটে। সম্প্রতি বোঝা গেল, গুজব বলে সত্যকে আড়াল করা চেষ্টা করেছিল তারা। মেহজাবিন ও রাজীবের মধ্যকার সম্পর্ক যে স্রেফ বন্ধুত্ব নয়, তা নিয়ে সন্দেহ ছিল সবার মনেই। কারণ প্রায় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। দেখা গেল শুক্রবারও।

এদিন রাজধানীর বসুন্ধরা শপিংমলে প্রেমিক আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। নাটকের এ জনপ্রিয় তারকা কারও হাত ধরে ঘুরবে আর তা কারও চোখে পড়বে না, তা কি হয়? অবশ্যই পড়েছে। তাদের হাত ধরে হাটার ছবি ও ভিডিও ধারণ করেছে এক ভক্ত। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা