জঙ্গিবাদের জন্য ক্ষমা না চাইলে মিনুর গ্রেপ্তার চান বাদশা

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২১:১৭
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একহাত নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। মিনুকে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করে তার বিচার দাবি করেন।

শনিবার সন্ধ্যায় রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য বলেন, ‘মেয়র ও এমপি হিসেবে ক্ষমতায় থাকাকালে কোটি কোটি টাকা লুটপাট করেছেন এই মিনু। আজ তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে এতো বড় কটুকথা বলার সাহস পান কোত্থেকে?’

বাদশা বলেন, ‘মিজানুর রহমান মিনু মেয়র থাকাকালে জেএমবিকে প্রতিমাসে ৫০ হাজার টাকা দিতেন। ফাঁসির কাষ্ঠে ঝোলার আগে বাংলা ভাই এ কথা জানিয়ে গেছে। আজ সেই মিনু প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন। তিনি মেয়র থাকাকালে দুর্নীতি করেছেন। ফ্রিডম পার্টি, রাজাকার, জঙ্গিবাদকে সহায়তা করেছেন। জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে আমি অনতিবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, রাজশাহীতে এক দলীর সমাবেশে মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্যান্ডেল বহনের যোগ্যতা আপনার নাই, আবার প্রধানমন্ত্রী মারান!’

তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা