সংবাদ প্রকাশের জেরে ফরিদপুর প্রেসক্লাবের প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২১:২৯
অ- অ+

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘মিথ্যা ও বিদ্বেষমূলক’ সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। গত শনিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা হয়। গত ১৭ অক্টোবর দৈনিক মানবজমিন পত্রিকায় ‘ফরিদপুরে দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান।

বক্তারা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, ‘অচিরেই এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি দেয়ার উদ্যোগ নেয়া হবে।’

সভায় বক্তব্য দেন- ফরিদপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. শাহজাহান, সহসভাপতি সাজ্জাদ হোসেন, পান্না বালা, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, নির্মলেন্দু চক্রবর্তী, সঞ্জীব দাস, জাকির হোসেন, সুজাউজ্জামান, সুমন ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা