মির্জাপুরের মহেড়ায় ‘রাজারবাগ ৭১’ মঞ্চস্থ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১০:০৫| আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১০:০৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মঞ্চস্থ করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে লেখা ‘রাজারবাগ-৭১’ নাটক। রবিবার রাতে মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নাটকটি মঞ্চস্থ করা হয়।

স্বাধীকার আন্দোলনে উত্তাল হয়ে ওঠা বাংলার জনগণকে স্তব্ধ করে দিতে ১৯৭১ সালের ২৫শে মার্চ ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ ‘অপারেশন সার্চ লাইট’ চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। আর সেই ভয়াল রাতে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা। অস্ত্র হাতে তারা ঝাঁপিয়ে পড়েন হানাদার বাহিনীর বিরুদ্ধে।

নিরস্ত্র বাঙালির ওপরে নির্বিচারে গুলি চালিয়ে দখলদার বাহিনী ভেবে ছিল এতেই দমে যাবে আন্দোলন। কিন্তু হানাদারদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঠিক তখনই প্রতিরোধের দুর্গ হয়ে ওঠে রাজারবাগ পুলিশ লাইন। এই যুদ্ধে নিহত হয় দখলদার বাহিনীর বহু সৈন্য। আর শহীদ হন শতাধিক পুলিশ সদস্য। সেদিনের সেই বাস্তব ঘটনা নিয়ে রচিত নাটক ‘রাজারবাগ ৭১’।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নাটকটি মঞ্চস্থ করে। নাটকটি নির্দেশনা, গ্রন্থনা, পরিচালনা ও অভিনয়ে ছিলেন পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্যরা।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে নাটক পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের এডিশনাল আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন এনডিসি।

আফজাল হোসেন বলেন, ‘৭১’র ২৫ মার্চ কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পাকবাহিনীর বিরুদ্ধে রাজারবাগে কর্মরত বাঙালি পুলিশ সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন। লাল সবুজের পতাকার জন্য সেদিনের সেই অসম যুদ্ধে অসংখ্য পুলিশ সদস্য শহীদ হন। পুলিশের সেই গৌরবোজ্জ্বল অতীতের ন্যায় ভবিষ্যত পুলিশ সদস্যদের দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নতুন পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করার পরামর্শ দেন। এসময় ব্রিগেডিয়ার জিয়াউল হক ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৪নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী ছেলের মুক্তিপণের টাকা না পেয়ে মাকে অপহরণ
বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
শ্রমিক দলের মোহাম্মদপুর এবং ভাটারা থানার সাংগঠনিক কার্যক্রম স্থগিত
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, এটা সামষ্টিক ব্যর্থতা: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা