ফাউন্ডেশনের অর্থ অপব্যবহারে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:০০| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:১৩
অ- অ+

নির্বাচনী প্রচারণার সময় ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামক দাতব্য তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার বিচারক স্যালিয়ান স্কারপুলা ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এরকম ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে জরিমানার অর্থ দিতে নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালের জুনে নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউডের নিউইয়র্ক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটরা ‘আমাকে ফাঁসানোর জন্য সবকিছুই করছে’ বলেও অভিযোগ করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক স্বার্থে তার নামের ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামের ওই দাতব্য সংস্থাটি ব্যবহার করা হতো বলে মামলার নথিতে অভিযোগ করা হয়। মামলার পর ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিচারক রায়ে আরো বলেছেন, ট্রাম্প এবং তার তিন সন্তান তাদের পরিচালিত এ দাতব্য প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেন না।

ট্রাম্পকে জরিমানার পাশাপাশি ফাউন্ডেশনটির বাকি তিন পরিচালক ডেনাল্ড জুনিয়র, এরিক ও ইভাঙ্কাকে ‘দাতব্য সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তা ও পরিচালকদের’ কাছ থেকে বাধ্যতামূলক প্রশিক্ষণও নিতে হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা