গাজীপুরে কারখানা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:১০
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরাচালা এলাকা থেকে এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফুল ইসলাম কুড়িগ্রামের দশ ধনিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, আরিফুল ইসলাম শ্রীপুর উপজেলার বহেরা চালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে কেএসএস নিট কম্পোজিট নামে একটি কারখানায় কাজ করতেন। শুক্রবার দুপুরে কড়াইতলা কলা বাগানে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা