ঘূর্ণিঝড় বুলবুল: সারাদেশে নৌ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রবলভাবে ধেয়ে আসায় সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিআইডব্লিউটিএ এই নির্দেশনা জারি করে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।
এর আগে দুপুর ১২টার পর থেকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলের হাতিয়া, বেতুয়া, রাঙ্গাবালীসহ কয়েকটি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ‘বুলবুল’আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় বাগেরহাটের মোংলা এবং পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।
ঘূর্ণিঝড়টি শনিবার রাতের যেকোনো সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। উপকূলীয় সাতটি জেলা ঝুঁকিতে রয়েছে। সেখানে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

‘বেক্সিমকো মধ্যস্থতা করায় সরকার ঝুঁকিমুক্ত’

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে সর্বোচ্চ ৫ জন শ্রদ্ধা জানাতে পারবে

জোর করে কাউকে টিকা দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১০ টাকায় কাপড়, খেলনা!

করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার

শনাক্তের হার কমে ৩.৩৪ শতাংশ, মৃত্যু ২০

একজন শহীদ মতিউর রহমান এবং...

কারাবন্দীর নারীসঙ্গ, জেল সুপার ও জেলার প্রত্যাহার

৪০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে বৃহস্পতিবার
