‘শুধু রাঘব বোয়ালই নয়, হাঙ্গররাও ধরা পড়বে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২০:০৪| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৭
অ- অ+

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের শুদ্ধি অভিযানে শুধু রাঘব-বোয়ালরাই ধরা পড়বে না, হাঙ্গরাও ধরা পড়বে। অপেক্ষায় থাকুন। দুর্নীতিবাজ কাউকেও ছাড় দেয়া হবে না।

ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের সক্ষমতা আছেই বলেই স্বল্প সময়ের মধ্যে সরকার এই দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ আজ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপিতে কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন।

তিনি বলেন, এদেশ থেকে একদিন বিএনপি হারিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশে বিএনপি নামক দলের নাম কেউ মুখেও উচ্চারণ করবে না।

বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. আব্দুল লতিফ।

আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।

সভায় বিরল উপজেলার ১২ ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা