সিরিজ জিততে ছেলেরা মুখিয়ে আছে: ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২০:২০| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২১:০৭
অ- অ+

বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ কাল (রবিবার)। সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। তাই শেষ ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে নেবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব। এজন্যই ছেলেরা মুখিয়ে আছে।

রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘সিরিজে বর্তমানে আমরা যে অবস্থানে আছি তাতে খুব খুশি। সিরিজ খেলতে ভারতে আসার আগে হয়তো অনেকেই ভাবেনি যে, প্রথম দুই ম্যাচ শেষে আমরা ১-১ সমতায় থাকতে পারি। কাল আমাদের জন্য বিশাল একটি সুযোগ অপেক্ষা করছে। ছেলেরাও বিষয়টি নিয়ে রোমাঞ্চিত। দিন শেষে, ভারত বিশ্বের অন্যতম সেরা দল। বাংলাদেশকে কেউ সুযোগ তৈরি করে দেয়নি। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে সিরিজ জয়ের সুযোগ থাকবে।’

খলিল আহমেদ, দীপক চাহার ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে তৈরি ভারতের বোলিং চলতি সিরিজে নজর কাড়তে পারেনি। ডোমিঙ্গো বলছেন, ‘ভারতের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। এ আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি ভাল করে ব্যাট করি এবং নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে পারি, তাহলে ওদের বোলিং বিভাগকে চাপে ফেলতে পারব।’

রান তাড়া করতে ভারত দক্ষ। কিন্তু প্রথমে ব্যাট করে রান আটকে রাখার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে ভারতের। সেই কারণে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটেছিল টিম ইন্ডিয়া। নয়াদিল্লিতে ভারত প্রথমে ব্যাট করে ম্যাচ হারে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রান তাড়া করতে নেমে ভারত খুব সহজেই ম্যাচ জিতে নেয়।

ডোমিঙ্গো বলছেন, ‘ভারত খুবই ভাল দল। কিন্তু আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যাট করতে পারি, তাহলে ভারতের বোলিংকে চাপে রাখতে পারব।’

রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু বড় রান করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ডোমিঙ্গো বলছেন, ‘দুটো ম্যাচে টস বড় ভূমিকা নিয়েছিল। পরে ব্যাট করা দল দুটো ম্যাচেই জিতেছে। শেষ ম্যাচে আমরা যদি ১৮০-১৯০ রান করতে পারতাম, তা হলে ভাল জায়গায় পৌঁছাতে পারতাম। তবে খারাপ খেলার জন্য এটা কোনও অজুহাত নয়।’

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা