ছেলে সন্তানের বাবা হলেন আল-আমিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২০:০১| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২০:০৩
অ- অ+

ঢাইগার পেসার আল-আমিন হোসেন এখন ভারতের বিপক্ষে সিরিজ খেলা নিয়ে ব্যস্ত। গতকাল (রবিবার) শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন বছর পর জাতীয় দলে ফিরে সিরিজে ভালোই করেছেন আল-আমিন।

আর সিরিজ শেষ হওয়ার পর দিনই পেয়েছেন সুখবর। সোমবার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। প্রথমবারের মতো দ্বিতীয়বারও তিনি পুত্র সন্তানের জনক। ফেসবুকে নবজাতকের ছবি পোস্ট করে সকলের কাছে দোয়া চেয়েছেন আল-আমিন। তার প্রথম ছেলের বয়স চার বছর।

স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই ভারত সফরে যাননি টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু আল-আমিন না যেয়ে পারেননি। আল-আমিন পড়েছিলেন উভয় সংকটে। একদিকে তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন, অন্যদিকে স্ত্রী অন্তঃসত্ত্বা। এমন কঠিন পরিস্থিতিতে ভারত সফরকেই বেছে নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে আল-আমিন নেন দুই উইকেট। উইকেট সংখ্যা কম হলেও ইকোনোমি রেট (৬.৭৫) ভালো তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে এখন টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় আল-আমিন। সোমবারই দলের সঙ্গে নাগপুর থেকে ইন্দোরে গেছেন তিনি। ইন্দোরেই হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা