লতা মঙ্গেশকর আইসিইউতে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১২:১৪| আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১২:৩৪
অ- অ+

প্রবল শ্বাসকষ্ট নিয়ে সোমবার আবারও মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তার অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে আপাতত আইসিউতে রাখা হয়েছে। গায়িকার অসুস্থতায় টুইটারে তার আরোগ্য কামনা করেছেন তার অসংখ্য ভক্ত।

ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রে খবর, এর আগে রবিবার লতা মঙ্গেশকরকে সেখানে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে সোমবার দিনগত রাত দেড়টা নাগাদ তাকে ছেড়েও দেয়া হয়। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পর আবারও তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। দেরি না করে তখনই তাকে হাসপাতালটির আইসিইউতে পাঠানো হয়।

লতার ছোট বোন তথা আরেক কিংবদন্তি গায়িকা আশা ভোসলে জানিয়েছেন, ‘দিদির বুকে ভাইরাল সংক্রমণ হয়েছে। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা ওনাকে বাড়িতে রেখেও চিকিৎসা করাতে পারতাম। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এ কারণেই নেয়া হয়, যাতে পূর্ণ চিকিৎসা পাওয়া যায়।’

ঢাকাটাইমস/১২নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা