‘গণমাধ্যম যথাযথ দায়িত্ব পালন করছে না’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৭| আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৯
অ- অ+

আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘বর্তমানে মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়াকে বলা হয় দ্বিতীয় খোদা। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন মিডিয়া তার যথাযথ ভূমিকা পালন করে না। এখন মিডিয়াতে যারা চাকরি করেন তাদেরকে মালিকের অনুগত হয়ে থাকতে হয়। মালিকপক্ষ যা চায় তার বিপক্ষে করার কোনো ক্ষমতা সাংবাদিকের থাকে না।’

১৫ নভেম্বর (শুক্রবার) রাতে চট্টগ্রামের জাগৃতি লেখক ফোরাম নগরীর তালিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। ‘একপেশে মিডিয়া: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় লেখক, গবেষক ও সাংবাদিকরা বক্তব্য দেন। বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দায়িত্বশীলদের সফর উপলক্ষে জাগৃতি লেখক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচকরা বলেন, ‘গণমাধ্যমের নিজস্ব চরিত্র বলতে কিছু নেই। মূলত মালিকদের চরিত্রই সংবাদ মাধ্যমের চরিত্র হয়ে থাকে। আজকে যাদেরকে ইসলাম বিদ্বেষী মিডিয়া মনে করা হয় কালকে যদি তাদের মালিকানা আমরা গ্রহণ করতে পারি তাহলে তা ইসলামি মিডিয়ায় পরিণত হবে। মূলত শতকোটি টাকা ব্যয় করে একজন মালিক তার মিশন ও ভিশন বাস্তবায়নের জন্য মিডিয়ায় বিনিয়োগ করে থাকে। সুতরাং তার কাছ থেকে ইসলামের পক্ষের কিছু আশা করা সমীচীন নয়।’

বক্তারা বলেন, ‘নিয়ন্ত্রিত মিডিয়া বা একপেশে মিডিয়া থেকে মুক্তি পেতে হলে বাস্তবধর্মী কিছু পদক্ষেপ নিতে হবে। বিশেষত দুটি পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। প্রথমত মিডিয়ার মালিকানা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত মিডিয়াতে কাজ করার মতো যোগ্য লোক তৈরি করা। এজন্য আমাদেরকে যোগ্য লেখক ও সাংবাদিক তৈরির প্রতি মনোনিবেশ করতে হবে। ’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফরিদুদ্দিন ফারুক। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর।

এছাড়া বার্তা২৪ ডটকমের আউটপুট এডিটর মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান খসরু প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাগৃতি লেখক ফোরাম চট্টগ্রামের সভাপতি মাওলানা আবিদুর রহমান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আবদুল্লাহ আল-মামুন।

আরও বক্তব্য দেন সার্দান ইউনিভার্সিটির প্রফেসর আলাউদ্দিন, জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মুফতি সলিমুদ্দিন মাহদি, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা তানভীর সিরাজ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, তালিমুল উম্মাহ গার্লস মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এনামুল হক, জামিয়া দারুল মা’রিফের সম্মানিত শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব, মাসিক আত-তাওহীদের ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা সগির চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা