উত্তম কুমার-ধর্মেন্দ্রর ছবিতে রাজকুমার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১১:১৯| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:১০
অ- অ+

ধর্মেন্দ্র-শর্মিলা ঠাকুর, অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত কাল্ট ক্লাসিক কমেডি ছবি ‘চুপকে চুপকে’। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এ ছবিটি নির্মাণ করেছিলেন কিংবদন্তি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়। এটি ছিল উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত বাংলা ‘ছদ্মবেশী’ ছবির হিন্দি রিমেক। নির্মল বিনোদন পেতে এখনও এই ছবির জুড়ি নেই।

নতুন খবর হচ্ছে, বলিউডে আবারও নির্মিত হচ্ছে সত্তর দশকের ‘চুমপকে চুপকে’। এবার উত্তম কুমার ও ধর্মেন্দ্রদের জুতোয় পা গলাতে চলেছেন এ প্রজন্মের রাজকুমার রাও। ছবির নামেও কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়ছে না। কারণ প্রযোজক ভূষণ কুমার এবং লাভ রঞ্জন আসল ছবির নামের সত্ত্ব কিনে নিয়েছেন।

প্রথমে প্রযোজক মনীষ গোস্বামী তার প্রযোজনা সংস্থার নামে ‘চুপকে চুপকে’ ছবির নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু ভূষণ কুমার তার কাছে অনুরোধ করলে এক কথায় সত্ত্ব ছেড়ে দেন মনীষ। তার কাছে চিত্রনাট্য তৈরি না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নে বলে বলিউড সূত্রে খবর।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়াকে উদ্দেশ্য করে একটি নো অবজেকশন সার্টিফিকেটও দেয়া হয়েছে। সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া একটি সাক্ষাৎকারে মনীষ বলেন, ‘সহকর্মীদের প্রয়োজনে সব সময় সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত বলে মনে করি।’

আপাতত চলছে নতুন ‘চুপকে চুপকে’ ছবির নতুন চিত্রনাট্যের শেষ মুহর্তের অদল বদল। এদিকে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত নায়ক রাজকুমার রাও। এই ছবিকে তার কেরিয়ারের অন্যতম মাইল ফলক হিসেবে মনে করছেন স্বয়ং রাজকুমারই।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা