প্রমিতধারার আবৃত্তি অনুষ্ঠান ‘কিংবদন্তির কথা বলছি’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৭
অ- অ+

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় প্রমিতধারার প্রযোজনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান ‘কিংবদন্তির কথা বলছি’।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রমিতধারার সহ-সভাপতি আবৃত্তিশিল্পী শাহিদা সুলতানা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিমধারা দেশের সব আবৃত্তি সংগঠনের সাথে তালে তাল মিলিয়ে হাটবে। শুদ্ধ সাংস্কৃতিক প্রয়াসে আমাদের এই প্রমিতধারা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য আবৃত্তি শিল্পী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

প্রধান অতিথি বলেন, প্রত্যেক আবৃত্তি শিল্পীর নিজস্বতা থাকা উচিৎ। অন্য শিল্পীর সুর হুবহু অনুকরণ না করতে নতুন শিল্পীদের প্রতি অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠান প্রযোজনা করেন প্রমিতধারার সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী মেহেদী হাসান।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী, জয়ন্ত কুমার রায়, শাহাদাৎ হোসেন, আহসানউল্লাহ তমান, মজুমদার বিপ্লব, শিমুম,মামুন জামান, সাব্বির হায়দার, শিমুল সিদ্দিকী, চিন্ময় কুমার মল্লিক, জান্নাতুল ফেরদাউস, মাইনুল ইসলাম, খান মামুন, দূর্বাশা দূর্বা, নাহিদ জামান, তোফায়েল আহম্মেদ, সৈয়দা সেলিনা, মহসিন খান, নিশাদ নাওয়াল প্রমুখ।

অনুষ্ঠান শেষে আবৃত্তি শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ঢাকা টাইমস/ ১৮ নভেম্বর/ আরএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা