মায়াঙ্ককে ফিরিয়ে রোহিতকে জীবন দিলেন আল-আমিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৮:২৯| আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৮:৪৩
অ- অ+

ইন্দোর টেস্টে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়ালকে দ্রুতই ফিরিয়ে দিলেন আল-আমিন। ইনিংসের পঞ্চম ওভারে স্লিপে মিরাজের ক্যাচ হন আগারওয়াল। গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়ে আরেক ‘বিস্ফোরক’ ব্যাটসম্যান রোহিত শর্মাকে জীবন দিলেন আল-আমিন।

১২তম ওভারে রাহির বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। কিন্তু ফাইন লেগে দাঁড়িয়ে থাকা আল-আমিন সহজ ক্যাচটি মিস করেছেন। ব্যক্তিগত ১২ রানে জীবন পেয়েছেন রোহিত। গত ম্যাচে জীবন পেয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন আগারওয়াল। এবার জীবন পেলেন তার সতীর্থ।

শুক্রবার কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট। শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১০৬ রানে। বাংলাদেশের ইনিংস শেষ হয় দ্বিতীয় সেশনে। পরে ভারত ব্যাট করতে নেমে ১২ ওভারে ১ উইকেটে ৩৫ রান সংগ্রহ করে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যান মুমিনুল, মিথুন ও মুশফিক ব্যক্তিগত শূন্য রানে আউট হয়েছেন আজ। দলের তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। সাদমান ইসলাম ২৯, লিটন দাস ২৪ ও নাঈম হাসান ১৯ রান করেছেন। অন্যদের মধ্যে ইমরুল কায়েস ৪, মাহমুদউল্লাহ ৬, ইবাদত ১, মিরাজ ৮ ও আল-আমিন ১ রান করেছেন।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা