কে এই মন্নাফী?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:১২| আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:৪৯
অ- অ+
আবু আহমেদ মন্নাফী

তিন বছরের বেশি সময় পর সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তর। দক্ষিণের নতুন সভাপতি হয়েছেন সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আহমেদ মন্নাফী। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবিরকে।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এর আগে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দক্ষিণের সভাপতি পদে আটজন আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত প্রবীণ নেতা মন্নাফীকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তিনি মহানগর আওয়ামী লীগের পুরাতন ও পরিচিত নেতা। বর্তমানে তিনি ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।

১৯৬৭ সালে ওয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ দিয়ে আওয়ামী রাজনীতিতে পথচলা শুরু করেন মন্নাফী। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে জনমত সৃষ্টির সময় বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়।

আবু আহমেদ মন্নাফী ১৯৭১ সালে ৩নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৯২ সালে থেকে তিনি সুত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সাঈদ খোকনের সঙ্গে মন্নাফীর সম্পর্ক তেমন ভালো চলছে না বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআই ট্যাক্সের টাকায় চলে, অথচ জবাবদিহিতা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট: চ্যাম্পিয়ন ডা. চাষী, রানারআপ চিঠি ডট মি
ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বরখাস্ত সিএমপির দুই পুলিশ
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা