বিসিবি থেকে পদত্যাগ করলেন হেলমট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:১৮
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সায়মন হেলমট। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব পালন করছিলেন এই অজি কোচ।

পদত্যাগের বিষয়টি হেলমট নিজেই নিশ্চিত করেছেন। মূলত পারিবারিক কারণে এই দায়িত্ব থেকে সরে এসেছেন হেলমট। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার সুযোগ এলে তা বিবেচনায় আনবেন বলেও জানিয়েছেন হেলমট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ইচ্ছে ছিল বাংলাদেশের সঙ্গে আরও দীর্ঘদিন কাজ করার কিন্তু পারিবারিক কারণে আমাকে চলে যেতে হচ্ছে। ভবিষ্যতে এমন আরও সুযোগ এলে আর সব ঠিক থাকলে আমি বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবো। এখানে সকলের সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগ করেছি। বিশেষ করে এইচপি দল এবং এ দলের সঙ্গে।’

২০১৬ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হন হেলমট। তিন বছরের বেশি সময় তিনি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেন। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ও প্রতিভাবান পারফরমারদের নিয়ে বিসিবির বিশেষ ইউনিট এই হাই পারফরম্যান্স।

নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নাঈম শেখ, সাদমান ইসলাম অনিকদের মতো খেলোয়াড়রা এইচপি দলে হেলমটের অধীনে দীক্ষা নিয়েছেন। এছাড়া তার অধীনে এ দল এবং এইপি দলের সাফল্য এসেছে অনেক।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা