মির্জাগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আজিজের ইন্তেকাল

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৪০
অ- অ+

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুবিদখালী র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আজিজ সরকার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আব্দুল আজিজ সরকার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে মির্জাগঞ্জে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আজিজ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাজনৈতিক জীবনে তার অবদানের কথা উল্লেখ করেন।

মির্জা ফখরুল তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সহযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু ও আহসান উল্লাহ পিন্টু।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
নোয়াখালীতে খালের উপরের শতাধিক অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা