অ্যাডভোকেটশিপ পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬
অ- অ+

আবারো পেছাল আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষার (এমসিকিউ) তারিখ। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে বৃহস্পতিবার নতুন তারিখ ঘোষণা করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর-রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ও পরবর্তী নির্দেশনা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্রের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের নাম থাকবে বলে বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

নভেম্বর মাসে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা