কুমিল্লায় ১০০ সাইকেল পেল শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি,ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫১| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯
অ- অ+

পনেরো গৃহহীন পবিবারকে ঘর এবং মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ১০০ ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের উদ্যোগে (এলজিএসপি-৩)-এর অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল এবং ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীন ১৫ পরিবারকে ঘর প্রদান করা হয়।

জানা গেছে, একশত সাইকেলের মধ্যে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৬৫ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এছাড়াও একই ইউনিয়নের দরিদ্র ও গৃহহীন পরিবারকে পনেরোটি ঘর প্রদান করা হয়।

সাইকেল বিতরণ ও ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।

এছাড়া উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা