হরিণাকুন্ডে সিগারেটের আগুনে পুড়ল পানবরজ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে আগুনে ছাই হয়েছে মজনুর রহমান নামে এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ। আগুনে কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার বিকাল নিটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মজনু ওই গ্রামের জুমাত আলীর ছেলে।

সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক মজনু জানান, মঙ্গলবার বিকাল তিনটার দিকে তিনি পান বরজে গেলে সেখানে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মজনুর প্রতিবেশী ও ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন জানান, মঙ্গলবার বিকাল তিনটার দিকে হঠাৎ ওই কৃষকের পান বরজে আগুন জ্বলতে দেখে প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুণ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :