মোস্তাফিজের ওভারে শানাকার চার ছক্কা

বঙ্গবন্ধু বিপিএলে বুধবার উদ্বোধনী দিনে ব্যাটিং শো দেখালেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলা শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন শানাকা। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে আজ ৩১ বলে তিনটি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর মধ্যে মোস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারে পরপর চার বলে চারটি ছক্কা হাঁকান শানাকা। জুনায়েদ খানের করা ইনিংসের শেষ ওভারে তিনি তিনটি ছক্কা হাঁকান ও একটি চার মারেন। মোস্তাফিজের ওভারে ২৬ ও জুনায়েদের ওভারে ২৩ রান নেয় কুমিল্লা।
মোস্তাফিজুর রহমান তার নিজের প্রথম তিন ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। কিন্তু তার প্রথম তিন ওভারের অর্জন শেষ ওভারে ম্লান হয়ে যায়। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তার ঝুলিতে দুইটি উইকেট।
বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে কুমিল্লা ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করেছে কুমিল্লা।
(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এসইউএল)

মন্তব্য করুন