ছাত্রী নিয়ে পালাতে গিয়ে স্ত্রীর হাতে ধরা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২২
অ- অ+

দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সাথে ওই মাদ্রাসার শিক্ষক মোছাবুল হক (৪৩) পালানোর চেষ্টাকালে তার প্রথম স্ত্রী তাকে ধরে ফেলেন। এসময় স্থানীয় জনতা মোছাবুলকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মোছাবুল হক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের পন্ডিত আলীর ছেলে এবং মথুরাপুর এলাকার “মোজাম্মেল হক দাখিল মাদ্রাসা”র কম্পিউটার বিভাগের শিক্ষক।

তার স্ত্রী সুমাইয়া ইয়াসমিনের অভিযোগ, অনুমতি না নিয়ে মোছাবুল ওই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে গত দুই মাস আগে বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর পরিবার ঘটনাটি জানতে পারলে গত মাসে তার পরিবারের পক্ষ থেকে তালাকনামা পাঠিয়ে দেয়।

এদিকে সকালে জানতে পারি যে, সেই মেয়ে এবং মোছাবুল ঢাকায় পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে খোকসা বাসস্ট্যান্ডে তাদের ধরি। পরে স্থানীয়রা ঘটনা শুনে মোছাবুলকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে দেয়।

এদিকে শিক্ষক মোছাবুল হক জানান, প্রথম স্ত্রী সুমাইয়ার অত্যাচারে দ্বিতীয় বিয়ে করেছি।

খোকসা থানার এসআই আব্দুর রহমান জানান, খোকসা বাসস্ট্যান্ড এলাকায় একজনকে মারধর করা হচ্ছে এমন খবরে সেখানে গিয়ে মোছাবুলকে উদ্ধার করা হয়েছে। মোছাবুল ও তার দ্বিতীয় স্ত্রীকে থানায় আনা হয়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোছাবুলের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ করেনি প্রথম স্ত্রী সুমাইয়া।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা