মাদারীপুরে স্কুলশিক্ষকের সমকামিতার ভিডিও ফাঁস

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:৩০
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে এনায়েত হোসেন নামে এক স্কুলশিক্ষকের সমকামিতার ভিডিও ফাঁস হয়েছে। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আর তা নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন মহলের মাঝে ব্যাপক সমালচনার ঝড় বইছে।

তবে ভিডিও ফাঁস হওয়া সত্ত্বেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

এ দিকে ওই শিক্ষকের বিচারের দাবিতে বুধবার সকলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনওর কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত এনায়েত হোসেন কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ করে জানান, শিক্ষক এনায়েত হোসেন কয়েকজন বালক শিক্ষার্থীকে পরীক্ষায় বেশি নন্বর পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে ফুসলিয়ে একটি রুমে নিয়ে গিয়ে তাদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছেন। আর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায় এবং ভিডিওটি বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যায়। এ নিয়ে পুরো উপজেলায় সমালচনার ঝড় সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর থেকেই শিক্ষক এনায়েত হোসেন স্কুলে না গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভুক্তভোগী বালক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমাদের এনায়েত হোসেন স্যার স্কুলের ফাঁকা রুমে নিয়ে গিয়ে অনৈতিক কাজ করেছে। আমরা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না। এ বিষয়টি স্থানীয় মাতুব্বরা ধামাচাপা দেয়ার চেষ্টা চলাচ্ছে। আমরা তার অপসারণের দাবি জানাই।’

স্থানীয় তায়েব সরদার বলেন, শিক্ষক এনায়েত হোসেন বিভিন্ন ছাত্রদের সঙ্গে একের পর এক কুকর্ম করে আসছে। কিন্তু রহস্যজনক কারণে তার কোন বিচার হচ্ছে না। এবার তার কুকর্ম ফাঁস হয়েছে। আমরা এলাকাবাসী তার বিচার চাই।

এ বিষয় শিক্ষক এনায়েত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘এ বিষয় আমি কিছু বলতে পারব না।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বুধবার সকালে বিষয়টি জানিয়েছে। আমি তাদের কাছে লিখিত অভিযোগ চেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা