বিজেপি পশ্চিমবঙ্গের পাপ, ভারতের অভিশাপ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৫| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:১০
অ- অ+

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে পশ্চিমবঙ্গের জন্য পাপ এবং ভারতের জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ কখনো বিজেপিকে ক্ষমতায় আনবে না বলেও মন্তব্য করেন মমতা। শুক্রবার দীঘায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সম্প্রতি আইনে পরিণত হওয়া নতুন নাগরিকত্ব বিলের বিষয়ে মমতা সাধারণ মানুষকে অভয় দিয়ে বলেন, কোন ভয় নেই, শান্তিতে থাকুন, বিতাড়িত হ‌ওয়ার কোনো প্রশ্নই নেই।

মমতা বলেন, ‘এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে কেন্দ্রীয় সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। সব রাজ্যের আলাদা আলাদা আবেগ রয়েছে। তবু ওরা গায়ের জোরে সব কিছু চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের সরকার এনআরসি ও ক্যাব কার্যকর করবে না। এখানে সকলেই নাগরিক।’

তিনি বলেন, ‘আসামে আগুন জ্বলছে, অত্যাচার চলছে। আমি চাই জনগণ গণতান্ত্রিক কায়দায় এর প্রতিবাদ করুক। সব জায়গায় কাশ্মীরের কায়দায় সকলের মুখ বন্ধ করে দেওয়া যাবে না। ৫/৬ মাস ধরে মানুষকে জেলে বন্দি করা যাবে না।’

মমতা বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দিকে নজর রেখে সংবিধান তৈরি হয়েছিল। হঠাৎ করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে গায়ের জোরে সব নিয়ম পাল্টে দিচ্ছে, এটা হয় না। স্থিতিশীল পরিস্থিতি নষ্ট হচ্ছে, সাম্প্রদায়িকতার রঙ নিয়ে খেলা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরাও অনেক দিন বিরোধী দলে ছিলাম, কখনো কারো বিরুদ্ধে এরকম কথা বলিনি, দাঙ্গার পরিবেশ তৈরি করিনি। জনজাতি, বাঙালিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে! বিজেপি সাম্প্রদায়িক লাইন অনুসরণ করলেও আমরা করব না। মাথা ঠাণ্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতেই গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় মহামিছিল করার ঘোষণা দিয়েছেন মমতা।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা