রোমে বাংলা প্রেসক্লাব ইতালির বিজয়ফুল কর্মসূচি

ইউরোপ ব্যুরো, ঢাকাটািইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৫২
অ- অ+

প্রবাসী শিশু-কিশোরদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং মহান বিজয়ের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। রাজধানী রোমে বাংলা প্রেসক্লাব ইতালি আয়োজিত বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, শাহ আলম বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী,আবু তাহের, মাহবুব আলম প্রধান, ফারুক খালাসী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম এবং নারী নেত্রী অনামিকাসহ আরো অনেকে।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসে বেড়ে ওঠার শিশুদের দেশীয় সংস্কৃতি গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মনিরুজ্জামান মনির বলেন, প্রবাসে আমরা আগামী প্রজন্মকে বাংলা ভাষাসহ দেশীয় শিক্ষা গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছি। মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের এ ধরনের কর্মসূচিকে স্বাগত জানিয়ে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিজয় ফুল পরিয়ে দেয়া হয়। এখানে বিপুলসংখ্যক শিশু-কিশোর সম্মিলন ঘটে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা