খালেদার সঙ্গে স্বজনদের দেখা বিকালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৩| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:১২
অ- অ+

অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন তার পরিবারের সদস্যরা।

সোমবার বেলা তিনটায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার স্বজনরা।

সবশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাত করেন। এরপর সাক্ষাতের জন্য আবেদন করলেও তাদের অনুমতি মেলেনি। সর্বশেষ দেখার এক মাস পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন স্বজনরা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে কারা কারা সেখানে যাবেন তা বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। জেল কোড অনুযায়ী মাসে দুই বার (প্রতি ১৫ দিন অন্তর) স্বজনদের দেখা করা যায়।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা