টুকুসহ ১৬ জনের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫
অ- অ+
ফাইল ছবি

হাইকোর্টের সামনে গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে করা পৃথক আবেদনের শুনানি করে হাইকোর্টের দুটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে জানান, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন ও মাসুদ রানা।

মাসুদ রানা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবীতে সম্প্রতি হাইকোর্টের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, যুবদলের সাবেক সহ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজসহ ২০ জনের আগামী জামিন দিয়েছেন হাইকোর্ট।

তাদেরকে চার সপ্তাহের জামিন দিয়েছেন বিচারপতি মোহাম্মাদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে। তাদেরকে ৮ সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। তিনি জানান দুই কোর্ট থেকে মোট ১৬ নেতাকর্মীর আগাম জামিন হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর মঙ্গলবার মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় রাতে দলটির কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা-পুলিশ। মামলায় মির্জা ফখরুলসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা