শীতের শহরে রাজনীতির উষ্ণতা

হাবিবুল্লাহ ফাহাদ
| আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫১ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬

শহর দখলে নিয়েছে শীত। কাবু করে ফেলেছে পথঘাট। গাছের পাতাগুলোও কেমন নুয়ে পড়েছে শীতে। হালকা মিহিদানা কুয়াশা মিশে গেছে বাতাসের সাথে। জনাকীর্ণ শহরে প্রাণীরা ঠিরঠিরিয়ে কাঁপছে।

এই শীতশহরে আজ উৎসব। প্রাণের উল্লাস সোহরাওয়ার্দীর দুয়ারে। পথগুলো সহসা কেমন অন্ধবালকের মতো মায়ের পিছু পিছু চলতে চলতে মিশে যাচ্ছে আদি রেসকোর্সে। বাংলাদেশ আওয়ামী লীগের একুশবারের সম্মেলনের স্রোতে।

পত্রপত্রিকার পাতাতেও শীত ঢেকে গেছে রাজনীতির বসনে। বড় পরিবর্তনের কথা লিখেছেন কেউ। কেউ আবার আছেন পুরোনোতেই। কেউবা নতুন মুখের আভাস পেয়েছেন, লিখেছেন তাই।

কী হবে? দলের সাধারণ সম্পাদক গতকাল গণমাধ্যমের কাছে বলেই বসলেন, ‘আল্লাহ আর নেত্রী জানেন।’ তাই কী?

সময় তো আর বাকি নেই খুব। অদেখা সূর্যের দুপুরে পর্দা তুলবে সম্মেলন। কলরেডি-তৈরি হচ্ছে। ‘হ্যালো, মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হ্যালো, হ্যা-লো।’

তিন শীত পরপর আয়োজন হয় আওয়ামী লীগের সম্মেলন। আগামী তিন শীতে কারা বইবেন দলের ভার, তাই ঠিক হবে। তবে আজ নয়। কাল। কাল সকালে বসবে কাউন্সিল অধিবেশন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।

কুয়াশা ছাপিয়ে দেশের চোখ এখন সাবেক জাহাঙ্গীরনগরে। দূরদর্শনের চোখে। ঘণ্টার পর ঘণ্টা তুলে আনা হচ্ছে সোহরাওয়ার্দীর শিশিরসিক্ত মাঠ। আজ উৎসবের খেলা। প্রাণের খেলা। দেশীয় রাজনীতির বড় দলের বড় আয়োজন। ঐতিহ্যের স্মারক।

আবহাওয়া অফিস বলছে, কুয়াশার দাপট বেশি ঢাকায়। শীতও বেশি উত্তরদেশের বিচারে। শনি কাটিয়ে রবিতে মুক্তি। রবিতে উঠবে রবি। ততক্ষণে জেনে যাবে দেশ, জেনে যাবে বিশ্ব, বঙ্গবন্ধুতনয়ার পাশে কে দাঁড়াবেন দলের ঝাণ্ডা নিয়ে। ততক্ষণে এই শীতে উষ্ণতা ছড়াক রাজনীতি। আসুন অপেক্ষা করি, সূর্যগহন দিনের।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :