শনিবার এলডিপি’র নতুন অংশের কাউন্সিল

২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন অংশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মুক্তিযোদ্ধা হলে সকাল ১০টায় কাউন্সিল শুরু হবে।
অধিবেশনে এলডিপি'র আহ্বায়ক আবদুল করিম আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নেতৃবৃন্দ।
এলডিপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম এই তথ্য জানান।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর এলডিপির অলি আহমদের নেতৃত্ব অস্বীকার পৃথক দল ঘোষণা করেন আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম।
পৃথক অংশ করার দিন সংবাদ সম্মেলনে নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, দল পরিচালনায় অলির একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ হয়েছি। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি।
কাউন্সিল সম্পর্কে শাহাদাত হোসেন সেলিম বলেন, আগামী ৪ জানুয়ারি শনিবার রাজধানীর কাকরাইলে একটি মিলনায়তনে আমাদের দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে সারাদেশের অন্তত ৩০ জেলা থেকে হাজারখানেক কাউন্সিলর অংশ নেবেন।
ঢাকাটাইমস/২জানুয়ারি/বিইউ/এমআর

মন্তব্য করুন