তারকাকে ‘প্রেমপত্র’ দিতে গিয়ে আটক এক জার্মান নাগরিক

দক্ষিণ কোরিয়ার কে-পপ গার্ল ‘টোয়াইস’ ব্যান্ডের জনপ্রিয় তারকা নায়নকে ‘প্রেমপত্র’ দিতে গিয়ে পুলিশের নিকট আটক হয়েছেন জার্মান এক নাগরিক। অবশ্য পরে পুলিশ তাকে মুক্তি দেয়।
কে-পপ সংক্রান্ত ইংরেজি ব্লগ ‘অলকেপপ’ জানায়, গত বুধবার এই ঘটনা ঘটেছে। ব্যান্ডের ম্যানেজাররা জানিয়েছেন, তারা পুরো বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
জানা যায়, তারকা নায়নসহ তার দলটি জাপান থেকে নিজ দেশে ফিরছে বলে খবর পান ওই ব্যক্তি। তারপর তিনি নিজেও একটি টিকেট কাটেন। তারপর বিমানের মধ্যে কখনো উচ্চস্বরে বা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়িয়ে নায়নের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।
কোরিয়া টাইমস জানিয়েছে, টোয়াইসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিমানের ভেতরের একটি ছবিসহ ঘটনাটি প্রকাশ করার পর ফ্যানরা বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷
‘দয়া করে বাড়ি ফিরে যান৷ থামুন৷ অনুরোধ করছি’ এদিকে দলটির ম্যানেজমেন্ট কোম্পানি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি কীভাবে তাদের বিমানের তথ্য পেয়েছে এবং সেই টিকেট অনলাইনে বিক্রি হয়েছে তা উদঘাটনে তদন্ত করবেন।
তবে নিজেকে নির্দোষ দাবি করেন আটক ব্যক্তি তিনি বলেন, ‘‘বিমানের ভেতর বিনাকারণে কয়েকজন আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। আমি শান্তভাবে নায়নকে প্রেমপত্র দিতে গিয়েছিলাম। এগুলোর মানে কী?’’
(ঢাকা টাইমস/০২ জানুয়ারি/আরআর

মন্তব্য করুন