সোলেইমানিকে হত্যায় যুক্তরাষ্ট্র দোষী: মাহাথির

বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে বেআইনি বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বর্ষীয়ান এই রাজনীতিক বলেছেন, সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র কেবল একটি দেশের আইনই অমান্য করেনি বরং গোটা বিশ্বের আইন অমান্য করেছে। সোলেইমানিকে হত্যা সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার মতোই বেআইনি।
মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে সোলেইমানি হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ। এই হত্যাকাণ্ডের পর মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন আধুনিক মালয়েশিয়ার রূপকারখ্যাত এই রাজনীতিক।
মাহাথির বলেন, ‘সোলেইমানি হত্যাকাণ্ডের পর কোনটিকে সন্ত্রাসবাদ বলা হবে তা নিয়েও উত্তেজনা বাড়বে। এই হত্যাকাণ্ড জামাল খাশোগির হত্যাকাণ্ডের সমান। তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়। নিজ দেশের স্বার্থে অন্য দেশের কোনও নেতাকে হত্যার মতো কাজ এটা। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দোষী। তারা আইনবিরুদ্ধ কাজ করেছে।’
মালয় সরকারপ্রধান বলেন, ‘এখনই মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সঠিক সময়। আমরা এখন আর নিরাপদ নই। সত্য প্রকাশ অব্যাহত রাখব। কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমি ভীত নই। কোনো কিছু সঠিক মনে না হলে আমার সে সত্য প্রকাশের অধিকার আছে।’
গত শুক্রবার ভোররাতে বাগদাদ বিমানবন্দরের কাছে অতর্কিত মার্কিন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি। এই হত্যাকাণ্ডের পর গোটা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/একে/ডিএম)

মন্তব্য করুন