বন্ধ কারখানাগুলো চালু করা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, অচিরেই রাষ্ট্রায়ত্ব বন্ধ কারখানাগুলো শ্রমিকদের স্বার্থে চালু করা হবে। আধুনিক সংযোজন প্লান্টের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার বিকালে টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় আধুনিক সংযোজন প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের রাষ্ট্রায়ত্ব পরিত্যক্ত ও বন্ধ কারখানাগুলো বিক্রি না করে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের শিল্প বিপ্লবে ব্যাপক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার গ্রেড-১ এর চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের মো. কামরুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন