গ্যালাক্সি নোট টেন লাইট আনল স্যামসাং

অবশেষে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট। ২০১০ সালে সর্বপ্রথম বাজারে এসেছিল গ্যালাক্সি নোট টেন। সেই ফোন থেকে কিছু ফিচার বাদ দিয়ে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। এই ফোনের পেছনে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফ্রন্টে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
নোট টেন লাইটের দাম এখনো ঘোষণা করেনি স্যামসাং। ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয় যাবে।
স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ফোনের ভেতরে থাকছে ১০ এনএম এক্সিনোস ৯৮১০ অক্টোকোর প্রসেসর।
ফোনের ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন দেয়া হয়েছে। এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই তিনটি ক্যামেরাতেই ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাকআপের জন্য আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এজেড)

মন্তব্য করুন