ট্রেনের নতুন সময়সূচি চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৪৪| আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৪৯
অ- অ+

দেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ১৬টি ট্রেনের বন্ধের দিনও পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট ফুয়াদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন ট্রেন দুটি চলাচল করবে।

চিলাহাটি-খুলনা রুটে চলাচলকারী সীমান্ত এক্সপ্রেস বন্ধ থাকবে সোমবার। আর সান্তাহার-দিনাজপুর রুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস বন্ধ থাকবে রবিবার।

রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার, রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার, ঢাকা-রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এছাড়া আরও ৮টি ট্রেনের জন্য বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রাজশাহী-পাবনা রুটের পাবনা এক্সপ্রেস সোমবার, রাজশাহী-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস শুক্রবার, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বুধবার, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন বুধবার, ঈশ্বরদী-ঢালারচর রুটের ঢালারচল শাটল ট্রেন সোমবার এবং ঢাকা-টাঙ্গাইল রুটের টাঙ্গাইল কমিউটার ট্রেন শুক্রবার বন্ধ থাকবে। রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী টুঙ্গীপাড়া এক্সপ্রেস সোমবার এবং গোবরা-রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

সময়সূচির পরিবর্তন

নতুন ঘোষণা অনুযায়ী ২৮টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকেল সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন সকাল সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে দুপুর ১২টায়।

সাগরদাড়ী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন সকাল ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

ননস্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

পদ্মা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়। সিল্কসিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন বিকেল পৌনে ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা