জামালপুরে বিকাশ কর্মীর জালিয়াতি, গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৮
অ- অ+

জামালপুরের মেলান্দহের কোনা মালঞ্চে ২১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে বিকাশ কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তাররা হলেন- বিকাশ কর্মী দিপু মিয়া, তার সহযোগী জসিম উদ্দিন ও সুমন মিয়া। তারা তিনজনই জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, গত রবিবার রাতে বিকাশ কর্মী দিপু মিয়া মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে কোনা মালঞ্চ এলাকায় তার কাছ থেকে বিকাশের ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি সাজানো বলে পুলিশের সন্দেহ হলে বিকাশ কর্মী দিপু মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন তিনি। পরে গভীর রাতে টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা